ওয়েস্ট ইন্ডিজের সেইন্ট ভিনসেন্টে সময়টা ১৫ ডিসেম্বরের শেষ প্রহর। হাজার কিলোমিটার দূরের বাংলাদেশে ঘড়ির কাটায় এরই মধ্যে ১৬ ডিসেম্বর। ভোরের আলো ফোটার পরেই বাংলাদেশ পালন করছে বিজয়ের ৫৩ বছর।
১৬ই ডিসেম্বরের সকালে দেশের মানুষের উৎসবের উপলক্ষ্যটা আরেকটু চওড়া হলো বাংলাদেশ জাতীয় দলের শ্বাসরুদ্ধকর এক জয়ের সুবাদে। সূদূর ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টানটান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
সাকিব আল হাসান লেজেন্ড, তার সঙ্গে আমার তুলনা চলে না: মিরাজ
Shakib's inability to complete 4 overs is a problem for the team: Tamim
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা।
দেয়ালে পিঠ ঠেকে গেলেই বাংলাদেশের আসল পারফরম্যান্সের দেখা মেলে। ক্রিকেটপাড়ায় বহুল চর্চিত এই বাক্যটাই যেন পূর্ণতা পেল নতুন করে। ওয়ানডে সিরিজ হারের পর সমালোচনার তীরে বিদ্ধ ছিল বোলিং লাইনআপ। বিশেষ করে ৩২১ রান সংগ্রহ করেও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছিল দল। আজ সেই বোলাররাই হলেন জয়ের মুখ্য নায়ক।
শেষে এসে পাওয়েলর ঝোড়ো ইনিংসে আসার আলো দেখেছিল উইন্ডিজরা, তবে শেষ ওভারে এসে সে স্বপ্ন ও দুঃস্বপ্নে পরিনত হল। হাসান মাহমুদের বলার ঘূর্ণিতে পাওয়েল ফিরলো ৬০ রান করে। শেষমেষ অলহাউট হয়ে ১ বল হাতে থাকতেই জয়ের দেখা পেল টাইগাররা।