রাঙ্গাবালী (পটুয়াখালী)
তারুণ্যের উৎসব উপলক্ষে পটুয়াখালীর "রাঙ্গাবালী উপজেলা ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাব" এর পরিচালনায় টি-১০ প্রিমিয়ার লীগের সিজন-৪ এর বিগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসবমুখর এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয় খালগোড়া বাজার একাদশ।
আইপিএল নিলাম ইতিহাসে সব রেকর্ড ভেঙে পাঞ্জাবে শ্রেয়াস আইয়ার
এ বছরই বার্সায় ফিরছেন মেসি!
আইপিএলে আগামী ৩ মৌসুমে সাকিবসহ ১৩ জনের নাম পাঠাল বিসিবি
ফাইনাল ম্যাচটি উপজেলা পরিষদ মাঠে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সেরা দুই দল শিরোপার জন্য লড়াই করে, যেখানে দর্শকদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করে। দুর্দান্ত পারফরম্যান্স ও রোমাঞ্চকর মুহূর্তে ভরপুর এই ম্যাচে খালগোড়া বাজার একাদশ প্রতিপক্ষ বড়বাইশদিয়া এলেভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখানোর জন্য সেরা বোলার নির্বাচিত হন বাহেরচর জুনিয়রের সুমন চন্দ্র, সেরা ব্যাটসম্যানের খেতাব পান বাহেরচর সদরের জাহিদুল ইসলাম এবং ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হন সাজিদ।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিৎ দেবনাথ, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুনিম আহম্মেদ, ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাব সভাপতি সাগর জাহিদ এবং সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাকিল মাহমুদ প্রমুখ।