Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি থেকে কত টাকা পেলো বাংলাদেশ?

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৫, ০৪:৫৩ পিএম
Bangla Today News

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে অনেক আগেই। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গত বৃহস্পতিবার সান্ত্বনার জয় প্রত্যাশা করলেও, বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেছে। ম্যাচটি ছিল দুই দলের জন্যই কেবলই আনুষ্ঠানিকতার। 

কারণ উভয়ই নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছিল। বৃষ্টির কল্যাণে আজ পয়েন্ট ভাগাভাগির পর ‘এ’ গ্রুপের টেবিলে তিনে থেকে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করে বাংলাদেশ। 

দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ডের হারে বাংলাদেশ আর্থিকভাবে বেশ লাভবান হয়েছে। ইংল্যান্ড তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশ ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। তাতে চার কোটি ২২ লাখ টাকার বেশি পাচ্ছে তারা মানে আড়াই কোটি টাকা বেশি! মোট ৫ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১১০ টাকা ঢুকছে তাদের অ্যাকাউন্টে।

আইসিসির এই মেগা আসরের জন্য মোট প্রাইজমানি বরাদ্দ করা হয়েছে ৬.৯ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা। 

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের জন্য রয়েছে আর্থিক পুস্কার। প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা করে। এর সঙ্গে যুক্ত হবে গ্রুপপর্বে প্রতিটি ম্যাচ জয়ের আলাদা অর্থ। প্রতি ম্যাচে বিজয়ীরা ৩৪ হাজার ডলার বা প্রায় ৪১ লাখ ৮ হাজার টাকা করে পাবে। 

Leave a comment