Dhaka, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ভারতের কঠিন পরীক্ষা নিয়ে দেশে ফিরলেন হামজারা

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫, ০৭:০৪ পিএম
Bangla Today News

শক্তিশালী প্রতিপক্ষ ভারতের মাটিতে দারুণ ফুটবল খেলে স্বপ্ন পূরণের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে দেশে ফিরতে হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। এএফসি কোয়ালিফায়ারের ম্যাচে ভারতের বিপক্ষে ০-০ গোলের ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। গতকাল মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষে আজ বুধবার (২৬ মার্চ) বিকেলে দেশের মাটিতে পা রাখে বাংলাদেশ দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশ। ম্যাচের ৩১ সেকেন্ডেই গোলের সুবর্ণ সুযোগ পায় লাল-সবুজ দল। ভারতের গোলরক্ষক বিশাল কাইথের ভুলে মিডফিল্ডার জনি ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন। এরপর একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ম্যাচের ৯ মিনিটে মোরসালিনের ক্রসে শাহরিয়ার ইমনের হেড পোস্টের বাইরে চলে যায়। ১৭ মিনিটে জনি আবারও সুযোগ নষ্ট করেন। ২২ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার হৃদয়ের হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভারতের গোলরক্ষক। ৪১ মিনিটে একক প্রচেষ্টায় ভারতের গোলরক্ষকের সামনে পৌঁছে গিয়েছিলেন জনি, কিন্তু শট নেওয়ার আগেই প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধার সম্মুখীন হন তিনি।

প্রথমার্ধের খেলা বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে ম্যাচের ২১ মিনিটে অধিনায়ক তপু বর্মণ চোট পেয়ে মাঠ ছাড়লে লাল-সবুজ শিবিরে কিছুটা ছন্দপতন ঘটে। তার বদলে মাঠে নামেন রহমত মিয়া। প্রথমার্ধে অন্তত তিনটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ভারত কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে। ম্যাচের ৬১ মিনিটে রাকিবের প্রেসিংয়ে ভারতের গোলরক্ষক আবারও ভুল করলেও জনি সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ৭৩ মিনিটে ভারতের শুভাশীষের হেড পোস্টের বাইরে চলে যায়। ম্যাচের শেষ দিকে বাংলাদেশও কয়েকটি সুযোগ তৈরি করলেও রাকিবের শট লক্ষ্যভ্রষ্ট হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

পুরো ম্যাচে নজর কেড়েছেন বাংলাদেশের নতুন মুখ হামজা। ডিফেন্স ও মিডফিল্ডে দুর্দান্ত খেলেছেন তিনি। প্রতিপক্ষের পাস কেটেছেন, বল ক্লিয়ার করেছেন এবং আক্রমণেও ভূমিকা রেখেছেন। অভিষেক ম্যাচে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

আগামী নভেম্বরে ‘সি’ গ্রুপের ম্যাচে আবারও ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে ভুল শুধরে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকবে দলটির।





 

Leave a comment