খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কবিতা ও আবৃত্তি বিষয়ক সংগঠন “অমিত্রাক্ষর” এর কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ ঘোষণা করা হয়েছে। এতে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মৌসুমী আফরোজ এবং সমন্বয়ক সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থাপত্য ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রান্ত সাহা।
কমিটিতে অন্যান্যরা হলেন - সহ প্রধান সমন্বয়কের দায়িত্বে মৃত্তিকা, পানি ও পরিবেশ ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৌরভ দাশ, সহ সমন্বয়ক সচিব জয়নব আক্তার বৈশাখী , অর্থ সমন্বয়ক জয়দেব পাল, সহ অর্থ সমন্বয়ক সুরাইয়া নোশীন, প্রকাশনা সমন্বয়ক আশা আক্তার ও সহ প্রকাশনা সমন্বয়ক শ্রাবন্তী সাহা, প্রচার সমন্বয়ক ফারিহা জাহান চৌধুরী, সহ প্রচার সমন্বয়ক ইমন কুমার সাহা বিষ্ণুপদ, দপ্তর সমন্বয়ক ঝুমা মন্ডল, সহ দপ্তর সমন্বয়ক রুহিন হোসেন রুমি, আলোকচিত্র বিষয়ক সমন্বয়ক তানভীর ইসলাম, মঞ্চায়ন ও অলংকরণ সমন্বয়ক অনিন্দিতা বিশ্বাস, গ্রন্থাগার সমন্বয়ক পূজা রাণী গুহ এবং সংগীত বিষয়ক সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন জোহরা আক্তার বনানী।
ঈদে নতুন নোট বিতরণ স্থগিত, কারণ জানা গেল
24-hour ultimatum to the protesting students
আগে সংস্কার পরে নির্বাচন—এ বক্তব্য অর্থহীন: মঈন খান
রবিবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার প্রাঙ্গণে সংগঠনটির সাপ্তাহিক সভায় অমিত্রাক্ষর কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর প্রধান সমন্বয়ক, মৃত্তিকা, পানি ও পরিবেশ ডিসিপ্লিনের শিক্ষার্থী গৌরব কুমার পাল নবগঠিত এই কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।