সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন- আগে সংস্কারের পরে নির্বাচন এসব বক্তব্য কোন অর্থ বহন করে না। তিনি বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি নিতে হবে।
বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন আবুদল মঈন খান।
শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাত মাস পর কবর থেকে তানজিন তিশার সহকারীর লাশ উত্তোলন
ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে যেকোনো সময় নির্বাচন -ড. মুহাম্মদ ইউনূস
পরে আরও বলেন- নতুন বছরে নতুন প্রজন্মের কাঁধে উঠবে দেশের দায়িত্ব। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার সাথে সমান তালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে ছাত্রদল।
এসময় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, নতুন বছরে শিক্ষার্থীদের সংগঠন হবে ছাত্রদল, সেই নেতৃত্ব মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।