ডর্প–এ তামাক বিরোধী ক্যাম্পেইনে তরুণ প্রতিনিধিদের অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দ্য রুরাল পুয়র – ডর্প এর উদ্যোগে তামাক বিরোধী ক্যাম্পেইনে তরুণ প্রতিনিধিদের অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালায় তামাকজাত পণ্যকে রুখে দিতে নানান গঠনমূলক আলোচনা ও আগামী তিন মাসের কর্মকাণ্ডের তালিকা করা হয়। সারা মাসব্যাপী আরও ছয়দিন ধরে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
নোবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনীতি নিষিদ্ধ
শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
পাচার করা টাকা কিভাবে ফেরত আনবে সরকার, জানালেন প্রেস সচিব
প্রশিক্ষণ কর্মশালাটিতে ২৫ এর অধিক তরুণের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
প্রশিক্ষণে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশের প্রোগ্রামস ম্যানেজার জনাব মো: আব্দুস সালাম মিঞা বলেন, "তামাক ও তামাকজাত মাদক গ্রহণ করার পর ধীরে ধীরে তরুণ রা অন্যান্য ভয়ংকর মাদকে ও আসক্ত হতে থাকে এজন্য প্রথমেই আমাদের তামাকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, "এখন পর্যন্ত ডর্প সারাদেশে ৫ টি বিভাগে ৩০ টি জেলায় ৭৪ টি উপজেলায় বহু প্রকল্প বাস্তবায়ন করেছে।
তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম কো—অর্ডিনেটর জনাব রুবিনা ইসলাম প্রশিক্ষণপ্রার্থী তরুণদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি বলেন, "তামাকসহ নানা রকমের মাদক ব্যবহারের হার দিন দিন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, এমনটা চলতে থাকলে মানবসমাজ খুব তাড়াতাড়ি হুমকির স্বীকার হবে, এ অবস্থায় তরুণদেরকে এগিয়ে আসতে হবে।
প্রশিক্ষণার্থী আজিজুল হক ঈশান বলেন, "প্রশিক্ষণটি আমাদের জন্য খুবই কার্যকর ভূমিকা রাখবে, খুব তাড়াতাড়ি আমরা তামাকবিরোধী অভিযানে নামব। আশা করি, জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারব।"
সভায় তামাক নিয়ন্ত্রণের জন্য এফসিটিসি এর সাথে সামঞ্জস্য রেখে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রণীত খসড়ার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, সকল প্রকার পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা, তামাক পণ্যের প্রচার বন্ধ করার জন্য বিক্রয় কেন্দ্রে তামাক পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা, ই-সিগারেট, ইমার্জিং হিটেড টোব্যাকো প্রোডাক্ট আমদানি, উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা, তামাক পণ্যের সকল প্রকার খুচরা ও খোলা বিক্রয় বন্ধ করা ও সচিত্র স্বাস্থ্য সতর্কতার আকার ৫০% থেকে বাড়িয়ে ৯০% করা। এ বিষয়ে স্থানীয় প্রশাসন গুরুত্ব আরোপ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ডর্প বিগত ১৯৮৭ সাল থেকে দেশব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সাথে জড়িত এবং মাতৃত্বকালীন ভাতা প্রবর্তনকারী সংস্থা হিসেবে সমধিক পরিচিত। এরই ধারাবাহিকতায় ডর্প বর্তমানে তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাক কর বৃদ্ধি বিষয়ে কাজ করছে এবং সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে
নিজস্ব প্রতিবেদক