প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক আমলা মো. সিরাজ উদ্দিন মিয়া। দুই বছরের জন্য তাকে চুক্তিতে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
কুমিল্লায় বালিকা বিদ্যালয়ের ভর্তির লটারিতে ছেলে, যা বললেন প্রধান শিক্ষিকা
ফরিদপুরে ‘অপ্রকৃতিস্থ’ ব্যক্তি গ্রেপ্তার, পুলিশ বলছে ‘হিন্দিভাষী’
পাবলিক সার্ভিস অ্যাক্ট, ২০১৮ অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থার সাথে কর্ম সম্পর্ক ত্যাগ করার শর্তে নিয়োগ করা হয়। তার চুক্তিভিত্তিক নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে
অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মাসুদুল হাসান।
সচিব পদে পদোন্নতি পেয়ে তাকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের দায়িত্বে রয়েছেন মাসুদুল হাসান।
এছাড়া এ কে এম মতিউর রহমানকে নৌসচিব পদে নিয়োগের দুদিন পরই অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ওএসডি করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে