জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিরাজগঞ্জের তোফাজ্জল হোসেন দেশসেরার পুরুস্কার পেলেন
ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নং চরবংশী ইউনিয়নের একটি বাওরবাড়ির পুকুর থেকে প্রায় ১০ থেকে ১২ ফুট লম্বা, এবং ৯০- ১০০ কেজি ওজনের একটি কুমির উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে উপজেলার চরঘাসিয়া গ্রামের শাহ আলম মিন্টু মাঝির ছেলে, মুহাম্মদ হোসাইন (৭) দুপুরে পুকুরের পাশে খেলার সময় তাকে আক্রমণ করে কুমিরটি, তার বাবা দেখলে: বাশ নিয়ে তাঁরা করে, এবং পুকুরে ঝাঁপিয়ে পড়ে কুমিরটি। বিষয়টি জানাজানির পর আতঙ্ক ছড়িয়ে যায় এলাকাটিতে।
গতকাল বুধবার, রাতে উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্তৃপক্ষ শাখায় বিষয়টি জানালে তারা এ বিষয়ে কোনো সহযোগিতা করতে পারবে না বলে, জানিয়েছেন।
পরে সেনাবাহিনীকে কল করলে, তারা জানায় ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে, পরবর্তীতে ফায়ার সার্ভিস এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা একটি লিখিত অভিযোগ জমা নেন, বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের শাহ আলম ( মিন্টু মাঝি'র) বাওরবাড়ির পুকুর থেকে তারা নিজেরাই রাতে একটি ফাঁদ পেতে কুমিরটিকে আটকায়, পরে সকাল বেলা, সকলে মিলে কুমিরটি উদ্ধার করে, লক্ষীপুর উপকূলীয় বন কর্মকর্তার কার্যালয় যোগাযোগ করেন ইসলামী ছাত্র আন্দোলন এর রায়পুর পশ্চিম থানা শাখা'র(বাবুল হাসান) , এবং তারা জানিয়েছেন তাদের একটি টিম এসে কুমিরটিকে নিয়ে যাবে।
ঠিক তার ২ সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয় যে: একই এলকায় বন্যার পানির সাথে, মেঘনার জোয়ারে, চাঁন্দার খাল দিয়ে একটি কুমির ভেষে আসে, এবং একটি বিলে ২-৩ দিন থাকে, কেউই প্রাণিসম্পদ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সহ কোন জায়গাই বিষয়টি জানাননি, পরে আবারো জোয়ারের সাথে ভেসে চলে যায় কুমিরটি।
অনেকে বলছেন এটিই সেই কুমির, আবার অনেকে বলছেন আগেরটা অনেকটা ছোট ছিল এটা আগের চেয়ে অনেকটা বড়।
মাহাবুবুর রহমান জিসান:
লক্ষ্মীপুর