জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে তৃতীয়বারের মতো দেশ সেরা শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় সন্মাননা স্মারক গ্রহণ করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপসচিব ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
রবিবার ( ৬ অক্টোবর ) সকাল ১০ টায় ডিপিএইচই প্রকৌশল অধিদপ্তর ঢাকায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার বিভাগের জন্ম-মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে দেশসেরা তোফাজ্জল হোসেনকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে টানা তৃতীয়বারের ও পৌর প্রশাসক হিসেবে শ্রেষ্ঠ মনোনিত হওয়ায় সন্মানা স্মারক হাতে তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সরকার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন অনুবিভাগ অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম প্রমুখ ।
রাতে স্বামীর সঙ্গে বের হয়ে ভোরে পাওয়া গেল স্ত্রীর রক্তাক্ত দেহ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ
The lawyer asked to send the child Noori to jail as the mother was not granted bail
দেশসেরা তোফাজ্জল হোসেন বলেন, এই অর্জন পুরো সিরাজগঞ্জবাসীর আগামীতে আরো পরিচ্ছন্ন ও উন্নত সেবা প্রদানের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণের প্রকৃত সেবা আমরা তাদের দৌরগোড়ায় পৌছে দেবো। ধন্যবাদ জানাই সাবেক জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে। স্যারের দিকনির্দেশনায় এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ছিল। মানুষের দুর্ভোগ লাঘবে বেশকিছু পদক্ষেপ নিয়েছি। এখন এর বেশ সফলতাও পাচ্ছি। এ কাজে আমাকে সকলের আন্তরিকতার কোনো কমতি ছিল না। সিরাজগঞ্জ পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রামপুলিশ, উদ্যোক্তাগণের পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে এবারসহ পরপর মোট ৩ বার শ্রেষ্ঠ ডিডিএলজি 'র পুরস্কার গ্রহণ এবং দেশের ৩৩০ টি পৌরসভার মধ্যে ৫টিকে যার মধ্যে ১টি সিরাজগঞ্জের এবং ৪,৫০০ এর অধিক ইউনিয়নের মধ্যে ১০টিকে যার মধ্যে ৪টি সিরাজগঞ্জ জেলার ইউনিয়ন দেশ সেরা নির্বাচিত হয়েছেন।
ছবির ক্যাপশনঃ সিরাজগঞ্জের জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা তোফাজ্জল হোসেনকে পুরুস্কৃত করার ছবি।