শারদীয় দুর্গাপূজায় মোঃ কামরুজ্জামান জুয়েলের শুভেচ্ছা বার্তা
মৃত্যু মায়ের লাশ দেখার আগেই দুই বোনের মৃত্যু।
রাতে স্বামীর সঙ্গে বের হয়ে ভোরে পাওয়া গেল স্ত্রীর রক্তাক্ত দেহ
ফরিদপুরের সদরপুর বিদ্যুৎ সরবরাহ ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকোলি) এর পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারী (গ্যাটিস) শ্রমিকদের বয়োসসীমা সিথিল করে শুন্য পদের বিপরিতে চাকুরী স্থায়ীকরনের দাবীতে স্বারকলীপি প্রদান করে অনিদৃষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে সদরপুর উপজেলার পিচরেট কর্মচারীরা। গত ২২ সেপ্টেম্বর ২০২৪ সদরপুর বিদ্যুৎ সরবরাহ এর আবাশিক প্রকৌশলী শাখাওয়াত হোসেনের নিকট এই স্বারকলীপি প্রদান করেছে পিচরেট কর্মচারীরা। স্বারক লীপিতে কর্মচারীরা উল্লেখ করেন গত ২০/২৫ বছর যাবৎ তারা বিদ্যুৎ বিভাগে নিরবিচ্ছিন্ন ভাবে কর্মরত থেকে মিটার রিডিং গ্রহন, বিল প্রস্তুত, বিল বিতরন ও ক্রেডিট পোষ্টিং, বকেয়াধারী গ্রাহকের আঙ্গিনা চিহৃত করে বকেয়া আদায় সহ বিভিন্ন কাজ সফলতার সাথে পালন করে আসছেন। এই নির্ধারিত কাজের জন্য মিটার রিডিং গ্রহন উপজেলা পর্যায়ে প্রতিটির জন্য ৩ টাকা ৫০ পয়শা হারে বিল প্রস্তুতে প্রতিটি ১ টাকা ৫০ পয়শা এবং ক্রেডিট পোষ্টিং গ্রাহক পর্যায় প্রতিটি ১ টাকা ৪০ পয়শা এবং বিল বিতরনে প্রতিটি ৩ টাকা করে প্রদান করা হয়। এতে করে পিচরেট কর্মচারীরা মাসে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা করে মাসিক মুজুরি পেয়ে থাকেন। এই টাকায় তাদের জীবন যাপন করা খুব কষ্টকর বলে উল্লেখ করেন তারা।
সদরপুর বিদ্যুৎ সরবরাহ এর আবাশিক প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন পিচরেট কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় আমাদের বিদ্যুৎ গ্রাহকদের মিটার রিডিং গ্রহন, বিল বিতরন, বিল প্রস্থুত সহ নতুন গ্রাহকদের আঙ্গিনা চিহৃত করনে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
সোবাহান সৈকত
সদরপুর, ফরিদপুর