Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

নীলফামারীরতে প্রাথমিকে পাঠদান বন্ধ করে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৪, ০৯:৩২ পিএম
Bangla Today News

নীলফামারীর কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।এতে প্রায় উপজেলার কয়েকশত শিক্ষক অংশগ্রহণ করেন।


বৃহস্পতিবার( ৩ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময়ে দেখা যায়, শিক্ষকরা তাদের এক দফা ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন।তারা দুপুর ১ টা থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে এসে উপজেলা পরিষদ চত্তরে একত্রিত হয়ে দুপুর ২ টার দিকে এ মানববন্ধন শুরু করেন। লাইনে দাঁড়িয়ে তারা মাথায় লাল কাপড় বেঁধে ব্যানার হাতে নিয়ে বক্তব্য দেন। এসময়ে শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে এ মানববন্ধনটি ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হয়।

এবিষয়ে স্থানীয় এক আব্দুর রহিম নামে এক অভিভাবক বলেন, আমার ছেলে মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েন। আজ দুপুরে ১ টার  বাড়ি এসেছে আমি তাকে জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি কেনে এসেছে, সে বলল স্যাররা পাঠদান বন্ধ রেখে উপজেলায় মানববন্ধন করতে গেছে।

এবিষয়ে উপজেলা প্রাধমিক শিক্ষা কর্মকর্মতা নূর মোহাম্মদ বলেন, শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে আজকে মানববন্ধন করছে এবিষয়ে আমি কিছু জানিনা । তারা পাঠদান বন্ধ রেখে যদি এ কাজ তাহলে এটা ঠিক করেনি

Leave a comment