যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছে ২শ গ্রামের প্রায় দুই লাখ মানুষ। এসব অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের সর্বশেষ অবস্থা জানতে বৃহস্পতিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির একটি প্রতিনিধি দল।
Mobile Network Operators Fail to Meet BTRC Standards Raising Concerns
গাজীপুরে বাসের ধাক্কায় পোশাক কারখানায় শ্রমিক নিহত, ৩ বাসে আগুন
নীলফামারীরতে প্রাথমিকে পাঠদান বন্ধ করে শিক্ষকদের মানববন্ধন
এসময় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বলেন, ২০০ গ্রামের প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রতিদিন পানি বাড়ছে। বাড়ি ঘর, ফসলের জমি, মাছের ঘের সব পানিতে একাকার। বাড়ি ঘরে বসবাস করা যাচ্ছে না। এখনি যদি পানি নামানোর কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে এলাকা ছাড়তে বাধ্য হবে পানিবন্দি মানুষ। বোরো মৌসুমেও ফসল হবে না। আমডাঙা খাল দিয়ে অবিলম্বে পানি বের করার উদ্যোগ নিতে হবে। কোনো অযুহাত দেখানো চলবে না। সেচ প্রকল্প শুধুই অপচয়, সেচ প্রকল্প বাদ দিতে হবে। টি আর এম ই জলবদ্ধতা নিরসনের একমাত্র পথ। টি আর এম এর কোনো বিকল্প নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, আগামী ৬ অক্টোবর ‘পানি সরানোর মানুষ বাঁচানোর’ দাবিতে পানিবন্দি মানুষ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের অফিসে অবস্থান নেবে। পানি উন্নয়ন বোর্ড যদি এই সময়ের মধ্যে পানি সরাতে না পারে, তাহলে ওইসব পানিবন্দি মানুষ পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও করবে।
নির্বাহী প্রকৌশলী বলেন, আমরা ২৪ ঘণ্টা কাজ করছি পানি সরাতে। আশা করি দ্রুত সময়ের মধ্যে পানি কমাতে পারবো।
যশোর প্রতিনিধি