Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

কর্ণফুলী থেকে পতেঙ্গা থানা ভাঙচুর মামলায় গ্রেপ্তার যুবক।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৪, ০৩:০০ এএম
Bangla Today News


গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নগরের পতেঙ্গা থানায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মো. সোহেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। পরে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান। তিনি জানান, ‘কর্ণফুলী থেকে পাঠানো যুবককে ভাঙচুর মামলায় আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।’ গতরাত (০৬ অক্টোবর) রাত ১টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহার ক্রসিং এলাকার এক বাড়ির ছাদে মদ খাওয়া অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করে কর্ণফুলী থানা পুলিশের একটি সূত্র। গ্রেপ্তার সোহেল কর্ণফুলী শিকলবাহা ৫নং ওয়ার্ডের আহমদ নুরের ছেলে। এলাকায় সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয়রা ফেসবুকে প্রচার হতে দেখা যায়। মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে নগরের পতেঙ্গা থানায় ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ২০ থেকে ২৫ হাজার জনকে আসামি করা হয়। সে মামলায় সোহেল কে গ্রেপ্তার দেখানো হয়। যার থানা মামলা ০৩/০৮। ওই দিন

চট্টগ্রাম প্রতিনিধি মোঃ মো:নুরনবী

Leave a comment