চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে রদবদল হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিকালে সিএমপি কমিশনার হাসিব আজিজ এ আদেশ দেন। আদেশে বলা হয়, কেন্দ্রীয় অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামানকে বায়েজিদ বোস্তামী থানার ওসি তদন্ত, একই থানার ওসি তদন্ত সুজন কুমার দে, আকবর শাহ থানার ওসি তদন্ত মো. আল মামুন ও হালিশহর থানার ওসি তদন্ত মোজাহেদুল হাসানকে সিএমপি পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
সিরাজগঞ্জে ৪৯৯ মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে Youth Ending Hunger Bangladesh এর আয়োজনে তিনদিন ব্যাপী যুব নেতৃত্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত
জ্বালানি খাত সংস্কারে এডিবির কাছে ১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
এছাড়াও, পুলিশ পরিদর্শক মো. আফতাব হোসেনকে আকবর শাহ থানার ওসি তদন্ত ও পুলিশ পরিদর্শক আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হককে হালিশহর থানার ওসি তদন্ত হিসেবে পদায়ন করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশ সূত্রে জানা যায়।