মাহবুবুর রহমান জিসান: ঢাকা।
বিলাইছড়িতে ইউএনও'র কর্তৃক অগ্নি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ঢেউটিন বিতরণ
Communication with sailors is decreasing, fear is increasing
অসুস্থ খালেদা জিয়া, স্থগিত হলো মুক্তিযোদ্ধা সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম বলেছেন, গত ১৬ বছরে ছাত্র-জনতার ওপর হওয়া নির্যাতনের বিচার চেয়ে দেশের প্রতিটি থানায় মামলা করুন। ছাত্র-জনতার ওপর হামলাকারী একজন দোসরও যেন আইনের আওতার বাইরে না যায়। দেশের প্রতিটি প্রান্তে ছাত্রশিবির আপনাদের সকল প্রকার আইনি সহায়তা প্রদান করবে।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ প্ল্যাটফর্মের আয়োজনে ছাত্র-জনতার সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, শহীদ আবরার আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগামী সৈনিক। ফ্যাসিস্ট হাসিনা গত ১৬ বছরে বাংলাদেশকে ভারতের কলোনিতে পরিণত করেছিল। ফ্যাসিস্ট সরকার সাংস্কৃতিক গোলামি, রাজনৈতিক নিপীড়নের মাধ্যমে আমাদেরকে শোষণ করেছে। যারা এসবের বিরুদ্ধে কথা বলেছে তাদের নির্যাতনের শিকার হতে হয়েছে, অনেককে জীবন দিতে হয়েছে।