সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন চায় বিএনপি: তারেক রহমান
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে রদবদল হয়েছে
শিক্ষার্থীদের কাছে নতুন বই কবে পৌঁছাতে পারে, জানালেন শিক্ষা উপদেষ্টা
তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা বিবেচনায় আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে।
এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নেবেন না খালেদা জিয়া।