উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৫ অক্টোবর। প্রার্থীরা ওইদিন সকাল ১১টার দিকে ফল জানতে পারবেন। এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান হবে না। ফলাফল সংশ্লিষ্ট বোর্ড অফিস থেকে প্রকাশ করা হবে। সোমবার আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দৈনিকশিক্ষা ডটকমকে এ তথ্য জানান।
অধ্যাপক তপন কুমার সরকার জানান, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং তা অনুমোদন করা হয়েছে।
রাতে স্বামীর সঙ্গে বের হয়ে ভোরে পাওয়া গেল স্ত্রীর রক্তাক্ত দেহ
বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান আজহারীর।
কুমিল্লা হোমনায় ব্রিজের নিচ থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতার মরদেহ উদ্ধার
এর আগে গত ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে অসম্পূর্ণ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশ দেওয়া হয়। ওই চিঠিতে এসএসসিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পূর্ণ নম্বর এবং বাতিল হওয়া পরীক্ষায় বিষয়ের ম্যাপিং দেওয়া হয়।
প্রসঙ্গত, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ৩০ জুন পরীক্ষা শুরু হয়। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষার পর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তেজনার কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।
ব্যাপক আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর স্থগিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয় ১১ আগস্ট। এরই মধ্যে স্থগিত পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে পরীক্ষার্থীদের একাংশ। গত ২০ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। পরে স্থগিত হওয়া সব পরীক্ষা বাতিল করা হয়। এসএসসিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে স্থগিত পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।