Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

ঝালকাঠির চার থানার ওসিকে একযোগে বদলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৪, ১২:১২ এএম
Bangla Today News

ঝালকাঠি জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে কর্মরত সবাইকে একযোগে বদলি করা হয়েছে। পুলিশ হেড কোয়ার্টার থেকে এ আদেশটি জারী হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরান।

সোমবার (৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার ঢাকা পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখার এক প্রজ্ঞাপনে তাঁদের বদলি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত দায়িত্বে) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৪২ জন পুলিশ পরিদর্শককে বদলির আদেশ দেওয়া হয়।

এর মধ্যে ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম ও রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এবং কাঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার ও নলছিটি থানার ওসি মো. মুরাদ আলীকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তবে এ চার থানায় নতুন করে কাদেরকে পদায়ন করা হয়েছে সে তথ্য জানা যায় নি।

Leave a comment