Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪, ০৩:৪১ এএম
Bangla Today News

দীর্ঘদিন পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি ঢাকা সেনা সদরের সেনা কুঞ্জে পৌঁছান।

জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত প্রায় ৬ বছর পর মির্জা ফখরুলকে বাইরে একটি অনুষ্ঠানে দেখে মুগ্ধ হন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে সংবর্ধনাস্থলে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেলেন তিনি।

জানা গেছে, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে নিজ আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে খালেদা জিয়া সামরিক ঘাঁটিতে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান।

Leave a comment