অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার জন্য সাময়িকভাবে বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে কথা বলেছেন তার মা নাসরিন জাহান।
তিনি বলেন, তাপসী তাবাসসুম ঊর্মি চাকরির নিয়ম লঙ্ঘন করেছেন। তিনি এটা পছন্দ করেননি. এটা একটা বড় অপরাধ। সোমবার (৭ অক্টোবর) রাতে ঊর্মির মা নাসরিন জাহান গণমাধ্যমকে এ তথ্য জানান।
অসুস্থ খালেদা জিয়া, স্থগিত হলো মুক্তিযোদ্ধা সমাবেশ
ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে, আদালতে পলক
দীঘিনালাতে মানবিক যুব সমাজ এর কার্যালয় উদ্বোধন
নাসরীন জাহান বলেন, আমরা যুদ্ধ করিনি, যুদ্ধ দেখিনি। যে যুদ্ধ হয়েছে তা ইতিহাস। তবে ইতিহাসকে অস্বীকার করার কিছু নেই। আমরা কি আমাদের পিতামাতাকে অস্বীকার করতে পারি?
তিনি আরও বলেন, ছাত্রজীবনে ঊর্মি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। যাইহোক, 2018 সালে, কোটা আন্দোলনে জড়িত ছিল। তখন ছিল তার ৪০তম বিসিএস পরীক্ষা। তিনি শাহজালাল বিজ্ঞান ও ফলিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন। সেখান থেকেই মাস্টার্স করেন। আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। আমরা খুব সাধারণ জীবনযাপন করি।
জানা যায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের তাপসী তাবাসসুম উর্মি। ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ। এছাড়াও তিনি ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। তবে বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। এছাড়া উর্মির মা নাসরিন জাহান বর্তমানে মুক্তাগাছার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য, তাপসী তাবাসসুম উর্মি শনিবার (৫ অক্টোবর) ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, সাংবিধানিকভাবে ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বোতামটি পুশ করা হয়েছে। অতীত মুছে যায়। রিসেট বোতামে ক্লিক করে তিনি দেশের অতীতের সব ইতিহাস মুছে দেন। খুব সহজ আপনার জন্য কাউন্টডাউন শুরু হয়েছে, স্যার।
তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বেশ সমালোচনার মুখে পড়েন উর্মি। এ ঘটনায় গত রোববার (৬ অক্টোবর) উর্মিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি হিসেবে বদলি করা হয়। এরপর সোমবার (৭ অক্টোবর) তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।