রক্তের দাগ শুকানোর পূর্বেই রক্তদানকারীর উপর হামলা হয়েছে। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার জহিরে (২৪) এর উপর হামলার ঘটনা ঘটেছে। আজ (৮ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০ টায় রামগঞ্জে ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান আজ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ত্রান তহবিল থেকে বরাদ্দকৃত চাল বিতরনের কথা ছিল। একমাস আগেই বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা নির্ধারণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী বিতরণ কার্যক্রমে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে সমন্বয় করার কথা থাকলেও বিএনপি কর্মীরা একক আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করে আসছে।
পদত্যাগ করলেন হাইকোর্টের তিন বিচারপতি
গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে পোশাক কারখানা
দূর্গাপূজার চাল বিক্রি, ৪ লাখ টাকা বঞ্চিত ৮৫ পূজামন্ডপ
ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোন্দড়া গ্রামে বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে ( আব্দুল কাদের ও আব্দুস শুকুর) ভিন্ন রাজনৈতিক দলের সাথে অসৎ আচরণসহ কোনরকম সমন্বয় না করা ত্রান বিতরণে একক আধিপত্য বিস্তারের চেষ্টা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
হামলার শিকার হওয়া জহির জানান: আজ (৮ অক্টোবর) মঙ্গলবার ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদে সরকারের ত্রান তহবিল থেকে বন্যার্তদের জন্য বরাদ্দকৃত ত্রান পূর্বের নির্ধারিত তালিকা ভিত্তিক বিতরণ করার কথা ছিল। ত্রান বিতরণ মনিটরিংয়ে শুরু থেকেই আমি কাজ করে আসছি । বিএনপি এবং জামায়াতের লোকেরাও সহযোগিতা করে আসছে। কিন্তু কাদের, শুকুর ও আরিফ এরা কয়েকজন বিভিন্ন অনিয়ম করার চেষ্টা করে আসছে। আমি বিভিন্ন অনিয়মের বিষয়ে আপত্তি করলে আঃ কাদের নামে এক বিএনপি কর্মী আমার উপর হামলা করে।
এ সময় উপস্থিত জনতাসহ জামায়াত ইসলামের কয়েকজন প্রতিবাদ জানালে বিএনপি কর্মীরা তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তার আমাকেসহ জামায়াতের লোকদের গালাগাল করতে থাকে এবং জামায়াতের লোকদের সাথে তাদের কয়েক দফা বাগবিতণ্ডা হয়।
পরে ইউনিয়ন বিএনপির সেক্রেটারির নেতৃত্বে জামায়াত বিএনপির নেতারা সচিবের কার্যালয়ে বসে প্রাথমিক সমাধান করে।
উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয় জহির। তার বাম পায়ের উরু ভেদ করে ডান পায়ের উরুতে গিয়ে আটকে যায় একটি বুলেট। প্রথম দফায় অস্ত্রোপচার করার পরও তার দেহ থেকে বুলেটটি বের করা সম্ভব হয়নি এখনো। ডাক্তাররা জানিয়েছেন এক্ষেত্রে তার শরীরে একটি বড় ধরনের অস্ত্র প্রচার করতে হবে।যা স্থানীয় হাসপাতালগুলোতে সম্ভব নয়।
মোহাম্মদ (লক্ষ্মীপুর) রামগঞ্জ প্রতিনিধি