ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ
নওগাঁয় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত
কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন আটক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পালায়নের পর থেকেই নানামুখী গুজবে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
সর্বশেষ গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) গভীর রাতে ছড়িয়ে পড়ে, দেশ ছেড়ে পালালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনের বিভিন্ন পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। অল্প সময়ের মধ্যেই অবশ্য জানা যায়, বিষয়টি সম্পূর্ণ গুজব। সেটি নিয়ে রাতভর ফেসবুক পোস্টে অনেকেই রসিকতা করেন। সেই রসিকতায় এবার শামিল হলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আজ একটি স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন— ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স, চালাইদেন।’
মাহবুবুর রহমান জিসান : ঢাকা