এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
Prime Minister wants to send Jyoti to Australia for training
39.88% youth in Bangladesh neither studying nor working
বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ
কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নগরীর পুলিশ লাইন ও নজরুল এভিনিউ এলাকায় সাধারণ ছাত্র ছাত্রীদের উপর গুলি বর্ষণকারী শাফিন হাসান সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।
রবিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি সাফিন হাসান সরকার (৩৫) কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ড ঠাকুরপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
ঘটনা সুত্রে জানা যায়, কুমিল্লা নগরী ঠাকুরপাড়া এলাকায় রবিবার মধ্যরাতে ছিনতাই কালে জনতার ধাওয়াকালে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে ধরে কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে। সাফিন হাসান কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নগরীর পুলিশ লাইন ও নজরুল এভিনিউ এলাকায় সাধারণ ছাত্র ছাত্রীদের উপর গুলি বর্ষণকারীর তিনি একজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি বর্ষণের মামলার আসামি। তাকে রাতে স্থানীয়রা ছিনতাইয়ের অপরাধে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।