শিক্ষার্থীদের কাছে নতুন বই কবে পৌঁছাতে পারে, জানালেন শিক্ষা উপদেষ্টা
ছাত্রলীগ নিষিদ্ধে স্বাগত জানিয়েছে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র ইউনিয়ন
কুমিল্লা দেবীদ্ধারে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন ভাই বোনের মৃত্যু
জেলার পুলিশ সুপার জনাব জিয়া উদ্দিন আহম্মেদ মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর তত্ত্বাবধানে ডিবি’র টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় : ইং ২৫/০২/২০২৪ তারিখের পরে একাধিকবার বিয়ের প্রলোভন দিয়ে আদম ব্যবসায়ী আব্দুস সালাম ওরফে শামীম মন্ডল (৪২), পিতা- নুর আলী বিশ্বাস, সাং- জালালপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর একজন বিদেশ গমন প্রত্যাশী ফাতেমা খাতুনকে যশোর ও ঢাকায় নিয়ে দৈহিক সম্পর্ক করে ফাতেমাকে বিদেশ প্রেরণ করে আদম ব্যবসায়ী শামীম। ফাতেমা খাতুন এতে অন্তঃস্বত্তা হয়ে বিদেশ থেকে ফেরত এসে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-১২ তাং-০৮/১০/২০২৪খ্রিঃ ধারা-নারী ও শিশু নিযাতন দমন আইন ২০০০ (সংশোধীন-২০০৩) এর ৯(১) রুজু হয়। মামলার তদন্তকারীর অধিযাচনের ভিত্তিতে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম অদ্য ০৯/১০১/২০২৪ তারিখ ভোর রাতে অভয়নগর থানাধীন গোয়াখোলা সাকিনে অভিযান পরিচালনা করে আসামী শামীম মন্ডলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার দায় স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আদম ব্যবসায়ী শামীম একাধিক ব্যক্তিকে বিদেশ প্রেরন করে যার মধ্যে অনেক ব্যক্তি কর্ম না পেয়ে ফেরত চলে আসলেও টাকা ফেরত না দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। আসামী শামীম এর বিরুদ্ধে চুরি মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।
গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। আব্দুস সালাম ওরফে শামীম মন্ডল (৪২), পিতা-নুর আলী বিশ্বাস, সাং-জালালপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১। আসামী শামীম এর ০৩টি এনআইডি।
ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর