সিরাজগঞ্জের ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় জনকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর সিমলা খন্দকার পাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড দেয়া হয়।
কুমিল্লা ময়নামতি থেকে জাপানি ২৪ সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে
RAB will give one day's salary to flood victims
খালেদা জিয়াকে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
দন্ডপ্রাপ্তরা আসামিরা হলেন, কুড়িগ্রাম জেলার ভূরঙ্গামারী উপজেলার কাটগীর এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আশাদুল ইসলাম, একই জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর এলাকার মফিজুর রহমানের ছেলে নাঈম সরকার, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পালগাছী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া হোসেন, একই উপজেলার পাঁচগাছি এলাকার শাহজাহান শেখের ছেলে সুজন হোসেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার মহিপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ও ফরিদপুর জেলার মধুখালি উপজেলার রুকুনী এলাকার মসলিম শেখের ছেলে রুহুল শেখ।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, ফুলজোড় নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। স্থানীয়দের অভিযোগে বৃহস্পতিবার সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহন করার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারায় অভিযুক্ত ব্যক্তিদের কারাদন্ড দেয়া হয়। অপরদিকে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালনা করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪ ধারা মোতাবেক ২ ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ