রাজশাহীতে চড়া দামের কারণে গরিব মানুষের পক্ষে আস্ত ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তাই বৃহস্পতিবার থেকে রাজশাহীতে কেটে ইলিশ মাছ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ। সাহেববাজার মাছবাজারে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হবে।
রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, অনেক গরিব মানুষ বছরে এক টুকরা ইলিশও খেতে পান না। তাঁদের কথা চিন্তা করে ইলিশ কেটে বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গোৎসবের সময় হওয়ায় ইলিশ বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ক্রেতারা ইলিশের একটি অংশও কিনতে পারবেন।
চারঘাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, গুরুত্বও আহত ৪জন
76 percent of female students are victims of sexual harassment
বাসের হেলপার বাপ্পি হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার-১, হত্যাকাজে ব্যবহৃত চাকু, মোবাইল উদ্ধার।
কেজি অনুযায়ী মাছের দাম নির্ধারণ করা হবে এবং কেটে বিক্রি করা হলে তার অংশ হিসেবে যা দাম পড়বে, ক্রেতারা তা পরিশোধ করবেন। এই উদ্যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে ফেসবুকে প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন সেকেন্দার আলী।