Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

বাসের হেলপার বাপ্পি হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার-১, হত্যাকাজে ব্যবহৃত চাকু, মোবাইল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪, ০১:৩২ এএম
Bangla Today News

 

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই-আলম সিদ্দিকী এবং শহিদুল ইসলাম হাওলাদার, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, ডিবি এর তত্ত্বাবধানে ডিবি’র টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

গত ১৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় যশোর মনিহার মনির উদ্দিন ফিলিং ষ্টেশনের সামনে রাস্তার উপর সরদার ট্রাভেলস নামক বাসের হেলপার বাপ্পিকে বাসের ভিতরে রাতে কে/কাহারা ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রাখে। বাপ্পির লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। গোপন তথ্যের ডিবি ও থানা পুলিশ বাঘারপাড়া দলগা মোড়ে বিকাল ০৫.০০ টার সময় সরদার ট্রাভেলস এর পৃথক আরেকটি গাড়ির হেলপার রানা সরদারকে তার ব্যবহৃত মোবাইলসহ আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে তথ্য প্রদান করে। এর আগে ঘটনাস্থল থেকে রক্তমাখা চাকু ও পরিবহনটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যশোর লোহাপট্টি পতিতা পল্লীর এক মেয়ে সাদিয়া আক্তার পপির সাথে রানার প্রেম সম্পর্ক হয় এবং বিয়ে করতে চায়। পরে বাপ্পির সাথে রানা পরিচয় করে দেয় এবং মোবাইলে কথা বলে। এক পর্যায়ে বাপ্পি মোবাইল নম্বর সংগ্রহ করে তার সাথে কথা বলতে থাকে। দুজনের নাম্বার ব্যস্ত পেয়ে রানার সন্দেহ হয় এবং পরিকল্পনা করে ১৬ নভেম্বর গভীর রাতে বাসের জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে ঘুমন্ত বাপ্পিকে চাকু দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় ষ্টেপ করে হত্যা করে রানা। 

 গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। রানা সরদার (২১), পিতা- মৃত আরিফুল সরদার, সাং- হুগলাডাঙ্গা, থানা-কোতয়ালী, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতঃ 
১। ১টি বার্মিজ চাকু।
২। সরদার ট্রাভেলস পরিবহণ।
৩। আসামীর ব্যবহৃত মোবাইল ফোন।
 

Leave a comment