নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ডিসেম্বরে এডিবি-বিশ্বব্যাংক থেকে ১১০ কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ
চারঘাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, গুরুত্বও আহত ৪জন
৪৪তম বিসিএসে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা বাতিল
বুধবার (১০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফ উদ্দিন। এরআগে গতকাল রাতে সদরের সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাগ্রাম ও আজ সকালে চড়াইখোলা ইউনিয়নের কামারপাড়া থেকে মাদকসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদরের সংগলশী ইউনিয়নের বালাগ্রাম এলাকার বাসিন্দা মজিবর রহমান (৫৪),চড়াইখোলা ইউনিয়নের কামারপারা বেংমারী এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মন্টু মিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মজিবর রহমানের বাড়ি থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।অপরদিকে আজ সকালে মন্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নিচ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফ উদ্দিন আরও বলেন, মাদক আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
লাতিফুল আজম
জেলা প্রতিনিধি নীলফামারী