Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

নীলফামারীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪, ০৩:০৬ এএম
Bangla Today News

 

নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

বুধবার (১০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফ উদ্দিন। এরআগে গতকাল রাতে সদরের সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাগ্রাম ও আজ সকালে চড়াইখোলা ইউনিয়নের কামারপাড়া থেকে মাদকসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদরের সংগলশী ইউনিয়নের বালাগ্রাম এলাকার বাসিন্দা মজিবর রহমান (৫৪),চড়াইখোলা ইউনিয়নের কামারপারা বেংমারী এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মন্টু মিয়া।  

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মজিবর রহমানের বাড়ি থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।অপরদিকে আজ সকালে মন্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নিচ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 


সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফ উদ্দিন আরও বলেন, মাদক আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 লাতিফুল আজম
জেলা প্রতিনিধি নীলফামারী


 

Leave a comment