Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

সিরাজগঞ্জের আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৪, ০৯:৪৬ পিএম
Bangla Today News

অপহরণের পর হত্যা ও অর্থ লুটের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া এক পলাতককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাত ১০টার দিকে র‌্যাব-১২ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে । 

মঙ্গলবার (৮অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

গ্রেপ্তারকৃত নাহিদ শেখ (২৭) সিরাজগঞ্জ শহরের এক দোকান কর্মচারীকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামি এবং সে শহরের মাহমুদপুর মহল্লার ২নং গলির ফরিদ শেখের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের এম এস রোডের আলাউদ্দিন স্টোরের কর্মচারী ও সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের শামিম সেখ (২৩) দোকানের বকেয়া টাকা তোলার জন্য উল্লাপাড়ায় যান। সেখানে নিখোঁজ হলে পরের দিন একই উপজেলার বড়হর দক্ষিণপাড়ায় একটি ক্ষেত থেকে নিখোঁজ শামিম সেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেন।

এরপর ঐ বছরের ২৮ অগাস্ট নাহিদ শেখসহ চার আসামির অনুপস্থিতিতেই সবাইকে আমৃত্যু কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার পর থেকে নাহিদ শেখ পলাতক ছিল। অবশেষে বিভিন্ন তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ

Leave a comment