Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

ব্যবসায় প্রতিবন্ধকতা ও দখল চেষ্টা: সেনা পরিবারের সদস্যকে গুলি করে হত্যার হুমকি পুলিশের!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪, ০৩:১০ এএম
Bangla Today News



চট্টগ্রামের বাইজিদ লিংক রোডে সাবেক সেনা সদস্যের ছেলে ও সেনা সদস্যের ভাই সাইদুল আলম সুমন নিলয় অভিযোগ করেছেন যে, স্থানীয় পুলিশ পরিচয়দানকারী একটি বাড়ির মালিক ও তার সহযোগীরা তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। তারা নিলয়ের ব্যবসা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। ওসমান গনির বাড়ি তার স্ত্রী মোসাঃ শকিনা আক্তারের নামে রয়েছে।

নিলয় জানান, তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন এবং একটি চা দোকান পরিচালনা করছেন। দোকানের পাশে অবস্থিত বাড়ির মালিক পুলিশ পরিচয়দানকারী ওসমান গনি ও তার বাড়ির কেয়ারটেকার বাবুল দীর্ঘদিন ধরে তাকে নানা ভাবে হয়রানি করে আসছে।

ভুক্তভোগী বক্তব্য: সাইদুল আলম নিলয়

বাবুলের বিরুদ্ধে রয়েছে বাড়ি মালিকের পরিচয় ব্যবহার করে স্থানীয়দের ওপর চাপ সৃষ্টি করা, ভয়ভীতি দেখানো এবং বাড়িতে নারী-মদের আড্ডা বসানোর মতো অভিযোগ। অপরদিকে ওসমান গনি পুলিশের পরিচয় দিয়ে এলাকায় বেপরোয়া কার্যকলাপ চালিয়ে গেলেও তার কর্মস্থল কখনো প্রকাশ করেননি। জানা গেছে, তার চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এদিকে, বাবুল নিলয়ের ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং তাকে ওই এলাকা থেকে চলে যেতে চাপ দিয়ে আসছে। সম্প্রতি রাতের আধারে কেয়ারটেকার বাবুল নিলয়ের জমির ভিতরে টিনের বেড়া দিয়ে বাউন্ডারি নির্মাণ শুরু করে। বিষয়টি জানাতে ওসমানকে ফোন করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং নিলয়কে গুলি করে হত্যার হুমকি দেন।

হুমকি প্রদানকারী: ওসমান গনি (কল রেকর্ড)

বাউন্ডারি নির্মাণের বিষয়ে কেয়ারটেকার বাবুলের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

বক্তব্য: কেয়ারটেকার বাবুল

নিলয় হত্যার হুমকি, হয়রানি এবং দখলের বিষয়ে চট্টগ্রাম পুলিশ কমিশনার বরাবর একটি অভিযোগ করেছেন। অভিযুক্ত ওসমান গনিকে সাংবাদিক পরিচয়ে ফোন করলে তিনি সাংবাদিকদের হুমকি দিতে থাকেন এবং তার কর্মস্থল জানার আগেই ফোনটি কেটে দেন।

বক্তব্য: ফোন কল ওসমান গনি

বর্তমানে নিলয় ও তার পরিবার ভীতি ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। নিরাপত্তার জন্য তিনি পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

প্রতিনিধি নুর নবী

Leave a comment