চট্টগ্রাম নগরীর একটি পূজামণ্ডপের মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলাও হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ আজ (শুক্রবার) সকালে বলেন, পূজামণ্ডপে গান পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে নগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আজ থেকে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
'রাষ্ট্র ও জনগণ জামায়াতের হাতে নিরাপদ থাকবে'
মনির হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
এর আগে বৃহস্পতিবার রাতে জেএমএসইএন হল পূজামণ্ডপে ইসলামিক ধারায় দুটি গান পরিবেশন করে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সংগঠন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ছয়জনকে পূজামণ্ডপের মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশন করতে দেখা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, কন্ডাক্টর ঘোষণা করেন চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীরা গান গাইবেন। এরপর তারা দুটি গান পরিবেশন করেন। অনেকে বলছেন জোর করে গান। আসলে সেখানে তেমন কিছুই হয়নি। বরং কন্ডাক্টর নিজেই তাদের গান গাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান জানান, মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে দুটি গান পরিবেশিত হয়। এগুলো সম্প্রীতির সঙ্গীত। তাদের মধ্যে একটি হল আমি কত সুন্দর দিন কাটাতাম.... আর শুধু মুসলমানরাই নাকো ইসলামে আসে...
চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ বলেন, পূজা পরিষদের নেতারা একটি সাংস্কৃতিক সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সংগঠনটি জামায়াত বা শিবিরের নয়। তবে সমমনা অনেকেই এ ধরনের সাংস্কৃতিক সংগঠন খোলেন। এমনই একটি সংগঠন দুটি গান পরিবেশন করে। এগুলো সম্প্রীতির সঙ্গীত। যদিও পূজা মণ্ডপে এমন সঙ্গীত পরিবেশন করতে পারেনি সংগঠনটি।