কোনো পূর্বঘোষিত বার্তা ছাড়াই দেশে এসে সবাইকে অবাক করে দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। গত ২ অক্টোবর নীরবে দেশে আসেন তিনি। আজহারী আজ নীরবে মালয়েশিয়ায় ফিরে যাচ্ছেন।
শুক্রবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
শারদীয় দুর্গোৎসবে পুলিশ কমিশনারের শুভেচ্ছা বিনিময়
‘হাসনাত-সারজিসকে চাপা দিতে চাওয়া ট্রাকের মালিক পলাতক আ.লীগ নেতা’
বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)
স্ট্যাটাসে তিনি বলেন, দীর্ঘ পাঁচ বছর পর স্বল্প সফরে দেশে এলাম। পরিবারের সঙ্গে বেশির ভাগ সময় কাটাতেন। ইতিমধ্যে, আমি বিভিন্ন ঘরানার পণ্ডিত এবং শুভানুধ্যায়ীদের সাথে একটি ঘনিষ্ঠ সাক্ষাত অনুষ্ঠানের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, সেদিনটা সত্যিই আনন্দের ছিল। কিন্তু স্বল্প নোটিশে অনুষ্ঠান আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার, কিছুটা তাড়াহুড়ার আমন্ত্রণের কারণে, অনেকে অসাবধানতাবশত বাদ পড়েছিলেন। আশা করি আপনি ক্ষমা চাওয়ার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখবেন। পরে সবার সাথে দেখা করার জন্য উন্মুখ।
আজহারী লিখেছেন, আমি আজ মালয়েশিয়া যাচ্ছি। কয়েক মাস পর আবার দেশে ফিরব ইনশাআল্লাহ। তারপর আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, অবস্থান নির্বাচন, শ্রোতা ক্ষমতা, সাংগঠনিক সক্ষমতাসহ সবকিছু অনুকূলে থাকলে হয়তো আমরা সারাদেশে বিভাগীয় পর্যায়ে কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারব। তবে সবকিছু নির্ভর করবে সঠিক পরিবেশ ও পরিস্থিতির ওপর।
তিনি বলেন, আমি পরিকল্পিতভাবে এ দেশে কুরআনের আলো ছড়িয়ে দিতে চাই। তাই আমি আগের মতো জেলায় তাফসীর অনুষ্ঠান করতে চাই না। আউটডোর প্রোগ্রাম সীমিত করে কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান। পাবলিক ইভেন্ট ছাড়াও একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত থাকতে চাই। এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে আমাদের আপনার সাহায্য প্রয়োজন। এই প্রকল্পগুলো শীঘ্রই ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। নামাজে রাখুন।
এর আগে ২ অক্টোবর ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে আমার প্রিয় মাতৃভূমিতে পৌঁছেছি। পরম করুণাময় এই প্রত্যাবর্তন বরকত করুন। দুটি জমা।
এর আগে, মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছিলেন যে তিনি আগামী ৬ আগস্ট শিগগিরই দেশে ফিরছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কখন দেশে ফিরব। আমি তাদের বলেছি, শিগগিরই দেশে ফিরব। আমি নিজেই আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি। সাম্য, মানবতার স্বাধীনতার বাংলাদেশে আমি শীঘ্রই আপনার সাথে দেখা করতে চাই।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া যাওয়ার ঘোষণা দেন। এরপর ফেসবুক পোস্টে তিনি বলেন, পরিবেশগত কারণে এবং গবেষণার কারণে আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ করে মালয়েশিয়া যাচ্ছেন।
তিনি লিখেছেন, কিছু পারিপার্শ্বিক কারণে এ বছরের তাফসীর কার্যক্রম এখানেই শেষ করতে হয়েছে। তাই মার্চ পর্যন্ত আমার বাকি কর্মসূচি স্থগিত করা হয়েছে। গবেষণার কাজে আবার মালয়েশিয়ায় ফিরে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ