আবদুল্লাহ (২৩) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শহীদ হন।
সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশে ভূমিকম্প নিয়ে বড় দুঃসংবাদ
Bangladesh Shipping Corporation repays Tk 475cr loan installment to govt
শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত: প্রধান উপদেষ্টা
তিনি বলেন, মোঃ আব্দুল্লাহ সরকারের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2019-20 সেশনের চতুর্থ বর্ষের ছাত্র। শহীদ সোহরাওয়ার্দী কলেজ। তার বাড়ি যশোরের বেনাপোলে।
স্বজনরা জানান, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের গুলিতে আব্দুল্লাহর মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে গত তিন মাস ধরে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সেখানে ব্রেন সার্জারি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, জুলাই বিপ্লবে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৮৭২ জনে পৌঁছেছে। আন্দোলনে আহত হন ১৯ হাজার ৯৩১ জন। আহতদের ঢাকার ১৩টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।