গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ১৯টি দুর্গাপূজার মন্দির পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ।
শুক্রবার (১১ অক্টোবর, ২০২৪) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মন্দির ও পূজা আয়োজক কমিটির সদস্যসহ উপস্থিত ভক্তদের সাথে মতবিনিময় করেন। তিনি মন্দির ও পূজা আয়োজক কমিটির কাছে উৎসবকেন্দ্রিক সার্বিক বিষয়ের খোঁজ-খবর নেন এবং অর্থনৈতিক সহযোগিতা করেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় উপস্থিত ভক্ত ও মণ্ডপ দর্শনার্থীদের প্রার্থনার অনুরোধ জানান।
First UNGA, now COP29; Dr Yunus to begin another round of intl talks for BD
কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় ৪০ শিক্ষার্থী আটক
৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে স্কুলে ভর্তি, ফি সর্বোচ্চ ৮ হাজার
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির আহবায়ক সাংবাদিক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, যুগ্ন আহবায়ক প্রভাষক যোবায়ের হোসেন,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক সাজাদুর রহমান সাজু, পৌর যুবদলের সভাপতি মইন উদ্দিন লিপন,ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাম, উপজেলা মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক আশিকুর জামান মণ্ডল মু্ন্না ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদ শাইনুর ইসলাম সাদ্দাম প্রমুখ।
এসময় মন্দির কমিটির পক্ষে উপস্থিত ছিলেন- পৌরশহরের ৬নং ওয়ার্ডের বাসুদেববাড়ী জিউ মন্দির (ঠাকুরবাড়ী) কমিটি সভাপতি বিমল কুমার সাহা বৈদ্য; গোলাপবাগ কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির সভাপতি শ্যামল কুমার সাহা, সম্পাদক বিপ্লব কুমার রায়; কুঠিবাড়ী মহাশশ্মান শারদীয় দুর্গা মন্দির কমিটির সভাপতি সুজন চন্দ্র বিশ্বাস ছক্কা, সম্পাদক পরিমল চন্দ্র বিশ্বাস সজল; কুঠিবাড়ী কুঠিশ্বরী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি রবিন রাজভর, সম্পাদক বলয় রাজভর; ৩ নম্বর ওয়ার্ডের আরজি খলসী ব্রীজ পাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি নারায়ন; ববনপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটি।
মো:জাহিদুল ইসলাম, প্রতিনিধি, গাইবান্ধা