Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

সিরাজগঞ্জে প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি টুটুল গ্রেফতার

Md Jahid

Md Jahid

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪, ০৩:২৭ এএম
সিরাজগঞ্জে প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি টুটুল গ্রেফতার

 

 


অবশেষে সিরাজগঞ্জের আলোচিত প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি রিয়াদ হাসান টুটুল (২০) কে শুক্রবার সন্ধ্যায় কামারখন্দ উপজেলার চৌবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। টুটুল এই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে অভিযুক্ত টুটুলকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার রাতে ওই স্কুল ছাত্রী তার দাদীর কাছে ঘুমিয়ে ছিলো। বৃহস্পতিবার ভোর রাতে ওই স্কুল ছাত্রীর দাদী নামাজের জন্য বাহিরে অজু করতে গেলে অভিযুক্ত টুটুল শয়ন কক্ষে প্রবেশ করে ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মুখ থেকে হাত সরিয়ে ওই ছাত্রী চিৎকার দিলে তার দাদী ও চাচী এসে টুটুলকে ধরে ফেলে। একপর্যায়ে তাদের হাত থেকে টুটুল ছুটে পালিয়ে যায়। এঘটনায় শুক্রবার বিকেলে ওই স্কুল ছাত্রীর স্বজনরা থানায় অভিযোগ করতে আসলে তাদের মারধর করে অভিযুক্ত টুটুলের স্বজনরা।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণ ও তার স্বজনদের মারধরের অভিযোগে ওই ছাত্রীর মা বাদী হয়ে টুটুলকে প্রধান সহ ৫জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রধান অভিযুক্ত টুটুলকে গ্রেপ্তার করা হয়। তাকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ছবির ক্যাপশনঃ কামারখন্দে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামির টুটুলের শনিবার সকালে তোলা ছবি।

 




আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি

Leave a comment