Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি.... এইচ.এস.সির ঘোষিত ফলাফলে কুমিল্লা বোর্ডের তৃতীয়তম।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪, ০২:৪৪ এএম
Bangla Today News

 


৯১জন জিপি এ ৫সহ ৬ষ্ঠ তম বারের মতো টানা শতভাগ পাশের রেকর্ড। 
স্বাধীনতা পরবর্তী সময়ে উক্ত বোর্ডের সফল প্রতিষ্ঠানগুলো কোনটা?
তার বিচারের ভার আপনাদের কাছে।
একজন সৎ, দানবীর এবং শিক্ষাখাতে যার অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, তিনি বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ ফরিদ আহমেদ ভূইয়া মহোদয়। 
আপনারা যারা উনাকে বিভিন্ন মাধ্যমে কোনঠাসা করতে করতে একেবারে অজপাড়া গাঁয়ে নিয়ে গেছেন।
পিঁছনে যাওয়ার আর জায়গা না পেয়ে রামগঞ্জ উপজেলা শহর থেকে ১১কিলোমিটার দূরে স্থাপন করেন ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি। 
এছাড়া যারা উনার বিভিন্ন মানবিক কার্যক্রমে হিংসা করেন, মনের ভিতরে ক্ষত হয়। তাদের বলছি, একবার দেখে আসুন। পুরো এলাকার চিত্র পাল্টে দিয়েছেন।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির পাশাপাশি, মসজিদ, মাদ্রাসা, হসপিটালের কাজ চলমান। 
চলমান বন্যা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের জন্য ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া ৭শর অধীক মানুষকে তিনবেলা খাবারের ব্যবস্থা করেন। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেখেছি বছরের পর বছর।
দফায় দফায় বিভিন্ন মাধ্যমে লক্ষ লক্ষ টাকার ত্রাণ বিতরন করা হয়েছে।
উনার অসামান্য উপহার দিয়ে রামগঞ্জ হাজীগঞ্জ বিরেন্দ্র খাল পরিস্কার শুরু করে রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাব। 
উনার এ ধরনের মানবিক কার্যক্রমে এক শ্রেণির সুযোগসন্ধানী মানুষ অনৈতিক সুবিধা বঞ্চিত হয়ে নানান ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং আছেন।
স্কুলের তোরণ ভাঙচুরসহ দেয়াল ভাঙা,  বিভিন্নভাবে কুৎসা রটিয়ে ক্ষতিসাধনের আপ্রাণ চেষ্টা করেও পারেননি।
এ ভদ্রলোকের উদ্দেশ্য ছিলো শতভাগ সৎ।
উনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বানিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগ করেছেন কেউ কেউ।
কিন্তু যতটা কাছ থেকে দেখেছি, ফরিদ  আহমেদ ভূইয়া সাহেবরা এমপি নির্বাচন করতে হয় না। কিছু প্রার্থী ফরিদ সাহেবদের মতো লোকের কাছ থেকে আশির্বাদ নিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন।
চোঁখের সামনে দেখা। 
এমন ক্ষণজন্মা মানুষগুলো দুই একশ বছরে একজন জন্মায়।
আজকের এত সুন্দর একটি দিনে তিনি হসপিটালে।
আল্লাহপাক উনাকে দ্রুত সুস্থতা দান করুন, সবার মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন, নেক হায়াৎ দান করুন। 
আমীন।

মোঃ তারেক (লক্ষীপুর) রামগঞ্জ প্রতিনিধি 

Leave a comment