Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

ঈদে ৫ দিন ও দুর্গাপূজায় ২ দিন ছুটির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪, ১০:২৩ এএম
Bangla Today News

বর্তমানে ঈদের ছুটি তিন দিন এবং দুর্গাপূজার ছুটি একদিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছে। আগামী বছরে মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও ঈদুল ফিতরে সরকারি ছুটি পাঁচ দিন এবং শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করার প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সূত্রগুলো বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। ওই প্রস্তাবে দুই ঈদে ছুটি পাঁচ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজার ছুটি দুই দিন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। 

বর্তমানে ঈদের ছুটি তিন দিন এবং দুর্গাপূজার ছুটি একদিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছে। যেমন এ বছর পূজা উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছিল সরকার।

Leave a comment