কুমিল্লা নগরীর ফৌজদারি ও বাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাবেদ মিয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ জন আসামী গ্রেফতার।
এবার শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি
চারঘাটে দুস্থ ও অসহায়দের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন
The owner of "Kachchi Bhai" was arrested after returning to Dhaka from abroad
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে কুমিল্লা নগরীর ফৌজদারি ও বাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামি মোঃ আল আমিন (৪১) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার লক্ষীপুর গ্রামের মোঃ সেলিম মিয়া এর ছেলে এবং রতন দত্ত (৩৮) নগরীর কালিয়াজুরি গ্রামের হরিপদ দত্ত এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা নগরীর ফৌজদারী মোড় ও বাটপাড়া চৌমুহনী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে অভিযানে জাবেদ মিয়া হত্যা মামলার ২ জন যাবজ্জীবন যাজাপ্রাপ্ত আসামী মোঃ আল আমিন এবং রতন দত্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাসুদুল হক জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, গত ২৭/০১/২০১২ ইং তারিখে গ্রেফতারকৃত আসামীদ্বয় ও তার অন্যান্য সহযোগীরা মিলে চাঁদা দাবীর বিষয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাইয়া ভিকটিম মোঃ জাবেদ মিয়া (২৫) কে হত্যা করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত গত ১৮/০৭/২০২৪ ইং তারিখে পেনাল কোড ৩০২/৩৪ ধারায় বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি