দেশের ৬ সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন
টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছেন রিয়াদ
কুমিল্লায় ১৮ দিনে ২৭ অভিযানে ৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুর জেলায় সাম্প্রতিক বন্যায় নদী/বাঁধ ভাঙ্গন ও করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শনিবার বিকেল ৩টায় জেলা প্রশাসন শেরপুর'র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: নাজমুল আহসান।
তিনি তার বক্তব্যে বলেন, সম্প্রতি পাহাড়ি ঢলে শেরপুরে সীমান্তবর্তী উপজেলাগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই নদীগুলোর টেকসই বাধঁ নির্মাণে এখনই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বন্যা পরবর্তী বিভিন্ন পুনর্বাসনে জেলা প্রশাসন কাজ করবে।
এ সময় প্রধান অতিথি নাজমুল আহসান আরও বলেন, শেরপুর জেলায় সাম্প্রতিক বন্যায় নদী/বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকা পরিদর্শন করেছি। নদী ও খালের অবৈধ স্থাপনা তালিকা করে নোটিশ করে আমরা উচ্ছেদ করবো৷ এছাড়া প্রত্যেক জেলায় একটি নদী ও একটি খাল অবমুক্ত করে পরিষ্কার নদী ও খাল ঘোষণা করা হবে।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মো: দিদারুল ইসলাম, স্থানীয় সরকার উপপরিচালক তুফায়েল আহমেদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার ও স্থানীয় সংবাদ কর্মীরা।
প্রেরক-মনিরুজ্জামান মনির , শেরপুর জেলা প্রতিনিধি।