কুমিল্লায় অনুষ্ঠিত হয়ে গেল পিপস স্টার ফরেন ব্রোকার ইন কর্পোরেশনের লাইসেন্স সেলেব্রেশন প্রোগ্রাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির উচ্চপর্যায়ের লিডার, ট্রেডার, এবং বিনিয়োগকারী।
অনুষ্ঠানটিতে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সহ আগামী দিনের কর্মপরিকল্পনা শেয়ার করা হয়। কুমিল্লার কান্দির পার ইয়াম্মি রেস্টুরেন্টে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। লোগো সম্বলিত কেক কেটে অনুষ্ঠান উদযাপন করা হয়।
Biman Bangladesh plans to Buy 26 more new aircraft
রাজশাহীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
UNESCO did not give Yunus 'Tree of Peace' award: education minister
উল্লেখ্য যে ইতিমধ্যে বিনিয়োগকারী এবং ট্রেডাররা খুবই ভালো এবং সম্মানজনক মুনাফা পাচ্ছেন পিপস ষ্টার ব্রোকার থেকে। প্রতি এক হাজার ডলারে প্রতি মাসে গড়ে ৯ হাজার থেকে বারো হাজার টাকা মুনাফা উত্তোলন করতে পারছেন গ্রাহকরা।