Dhaka, বুধবার, মার্চ ১৯, ২০২৫

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪, ০৮:০২ এএম
Bangla Today News

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। আজ (রোববার, ২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে এ সংক্রান্ত মামলার রিভিউ আবেদনের শুনানি শেষে এ রায় দেওয়া হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।

 

এতে করে বিচারপতিদের অপসারনের ক্ষমতা ফিরে গেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। এখন থেকে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পদ্ধতির মাধ্যমে বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।

 

 

 

বিগত আওয়ামী লীগ সরকার রিভিউ শুনানির উদ্যোগ না নেয়ায় দুর্নীতির অভিযোগ উঠার পরও পাঁচ বছর ধরে হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত ঝুলে রয়েছে। এখন রিভিউ নিষ্পত্তি হলেই ঐ তিন বিচারপতিসহ সদ্য ছুটিতে থাকা ১২ বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পথ উন্মুক্ত হবে।

 

১৯৭২ সালের মূল সংবিধানে বিচারপতি অপসারণ সংক্রান্ত ক্ষমতা জাতীয় সংসদের হাতে ছিল। ৭৫ সালে এই ক্ষমতা সংসদের কাছ থেকে সরিয়ে চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেয়া হয় রাষ্ট্রপতির কাছে।

 

 

 

জিয়াউর রহমানের আমলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পদ্ধতি। কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো।

 

 

 

আওয়ামী লীগ সরকার ২০১৪ সালে আবারো এ ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে নেয়। ঐ বছরই এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। হাইকোর্ট সেই সংশোধনী বেআইনি ঘোষণা করেন।

Leave a comment