আওয়ামী লীগের টানা চার মেয়াদের বেশির ভাগ সময়েই বিভিন্ন ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে ঝাটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবির। এবার ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগও একই পথ অনুসরণ করেছে।
সোমবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের সাবেক নেতারা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে তারা বিক্ষোভ করেন।
কুমিল্লায় বিজিবি-১০ এর অভিযানে ৬৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার
কুমিল্লায় বালিকা বিদ্যালয়ের ভর্তির লটারিতে ছেলে, যা বললেন প্রধান শিক্ষিকা
4 lakh cash can be withdrawn by check from today
প্রতিবাদ সমাবেশ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, তার কন্যা শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর আদর্শের আলোকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে দেশকে সমৃদ্ধির মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। পাকিস্তান-সমর্থিত সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, মন্দির-গির্জা ভাংচুর, সংখ্যালঘু হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে। সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস। নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে সরকার। জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অবিচার করা হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ছাত্রলীগের সাবেক নেতারা রাজপথে, আন্দোলনের মাধ্যমে সরকারকে মিথ্যা মামলা প্রত্যাহারে বাধ্য করবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জালেম সরকার তাদের দোসরদের দিয়ে এই মিথ্যা মামলা করছে। বাঙালির স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের প্রধান দল আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করার অসৎ উদ্দেশ্য নিয়ে সরকার এসব ঘৃণ্য কাজ করছে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জনশিক্ষা বিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসেন, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এনামুল হক প্রিন্স, হাসান আহমেদ খান, সাবেক সহ-সভাপতি এম নাজমুল হাসান, ঢাকা কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ছাত্রলীগের সোহেল রানা, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পারভিন মিশু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লাবণী চৌধুরী। হাসান প্রমুখ।