সিরাজগঞ্জে রাষ্ট্রপতি সাহাবউদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের হামলাসহ দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
দু-এক মাসের মধ্যে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা
The heat officer will pour 'artificial rain' to reduce the temperature
কুমিল্লায় বিজিবির অভিযানে ৯৮৮ বোতল ফেনসিডিল ও ২৫ হাজার টাপেন্টাডল উদ্ধার
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রথম সড়ক প্রদক্ষিণ করে শেষে বাজার ষ্টেশন মুক্তির সোপানে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।
মশাল মিছিলে স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ‘দফা এক দাবি এক, দালাল সাহাবুদ্দিনের পদত্যাগ’ ‘ছাত্রলীগ-যুবলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেয়।
দাবি আদায়ে এসময়ে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যুবাইর আল ইসলাম সেজান, ইয়াসির আরাফাত ইশান ও টি এম মুশফিক সাদ প্রমুখ।
সমন্বয়ক সেজান বলেন, ৫ আগস্ট রাষ্ট্রপতি বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অথচ গতকাল একটি জাতীয় দৈনিক পত্রিকাতে তিনি বলেছেন, তার কাছে কোনো পদত্যাগপত্র নেই। এই স্ববিরোধী বক্তব্য রাষ্ট্রপতির মর্যাদা নষ্ট করেছে। জনগণ এখন তার পদত্যাগ দাবি করছে।
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইশান মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রাষ্ট্রপতির বক্তব্যে আমরা অন্য কিছু ইঙ্গিত পাচ্ছি। আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। এই আওয়ামী ফ্যাসিস্ট রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছি। এরপরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি