Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

রাঙ্গাবালীতে ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫০ এএম
Bangla Today News

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্টস ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত হয়। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা সদরের রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।

উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহিম’র সভাপতিত্বে ক্যারিয়ার সামিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আব্দুর রহিম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নাহিয়ান,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মুনতাসির মুজাহিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আমীরে জামায়াত মাওলানা মুহাম্মাদ কবির হুসাইন,বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম,মাহদী হাসান ও মোহাম্মদ মূসা। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানসহ রাঙ্গাবালী থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা নিজের ব্যক্তিজীবনের বিভিন্ন সংগ্রাম ও চড়াই-উতরাইয়ের ফলে কীভাবে আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন সেই গল্প বলেছেন। এ ছাড়া জীবনের সব প্রতিবন্ধকতা দূর করে পরিশ্রম, অসীম ইচ্ছা ও অধ্যাবসায়ের মাধ্যমেই যে সফলতার শীর্ষে পৌঁছানো যায় এই ধরনের দিকনির্দেশনা দেন। 

অনুষ্ঠানের শুরুতে রাঙ্গাবালী উপজেলার ১৯ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের ছাত্রশিবিরের পক্ষথেকে তরুন ছাত্রসমাজের কাছে ইসলামের আহŸান পৌছাতে, তাদের মাঝে ইসলামী জ্ঞানার্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করার জন্য তিনটি বই ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। 

পরিশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী (১ম থেকে ৩য়) কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





 

Leave a comment