Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

কুমিল্লা নগরীর ২৭ হাজার কিশোরী পাবে বিনামূল্যে এইচপিভি টিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪, ০৬:৫১ এএম
Bangla Today News

কুমিল্লায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতিন্দ্র মোহন সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ছামছুল আলম।

 

এসময় বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আবু সায়েম ভূইঁয়া, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শারমিন সুলতানা মিতু, সারভিল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সাবিজা ইয়াসমিনসহ অন্যরা।

সভায় বক্তরা বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সরকারের উদ্যোগে বিনামূল্যে ২৭ হাজার আটজনকে টিকা দেওয়া হবে। ৫ম থেকে ৯ম শ্রেনীতে অধ্যায়নরত ২৬ হাজার ৮০৪জন এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ২০৪জন কিশোরীকে বিনামূল্যে এ টিকা দেওয়া হবে।

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি



 

Leave a comment