আন্তর্জাতিক ক্রিকেটে বছর খানেকেরও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল। তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সাবেক এই অধিনায়ক। চলমান এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলছেন তামিম। এই লিগ দিয়ে দীর্ঘ ৭ মাস পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।
যে জান্নাতি ব্যক্তির কথা বলে হেসেছিলেন নবীজি (সা.)
"I am willing to listen to nonsense if it benefits people", Tamim said about the advertisement
‘ফিরে এসেছি, সৌভাগ্য এই বিপদের সময়ে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম’
এনসিএলে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলছেন তামিম। আসরের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও রান পেয়েছেন দ্বিতীয় ম্যাচে। আজ বৃৃহস্পতিবার সিলেটের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেছেন এই অভিজ্ঞ ওপেনার। এই ম্যাচে তার দল জিতেছে ১২ রানের ব্যবধানে।
দুর্দান্ত এই ইনিংস খেলার পর তামিম বলেন, 'আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ইনিংস। এ কারণেই আমি চাই যে চারটা-পাঁচটা ম্যাচ আমি খেলব। অনেকদিন বাইরে থাকলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। প্রথম ম্যঞ্চে হয়নি, সেকেন্ড ম্যাচ মাশাআল্লাহ ভালো হলো। নেক্সট দুইটা ম্যাচ বা তিনটা ম্যাচ যাই খেলি আমি। আমার জন্য খেলার সময়টা গুরুত্বপূর্ণ, সবাই জানি সামনে বিপিএল যেটা গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টও গুরুত্বপূর্ণ।'
আজ ফিফটি করে স্বীকৃত টি-টোয়েন্টিতে তামিম পৌঁছে গেছেন ৫০ ফিফটির ক্লাবে। এ প্রসঙ্গে তিনি বললেন, '৫০ টা ৫০ ইটস এ বিগ থিংক। যেটা বললাম যে আমার ক্যারিয়ারটা এখন যেমন একটা স্টেজে ভালো করা, আমার চেষ্টা যে টিমেই খেলি ভালো করা। দুইটা-তিনটা ম্যাচ ভালো করে শেষ করা। তারপর বিপিএলের জন্য প্রস্তুত হওয়া।'