রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে ছাত্রলীগ নিষিদ্ধের খবর প্রকাশিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন।
বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তারা আনন্দ মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হন।
প্রতিবেশীর আলমারিতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ, আটক ১
‘২০২৫ সাল শেখ হাসিনাসহ সব বড় অপরাধীদের বিচারের বছর’
শহীদ মিনারে আসতে যাওয়া শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, রণক্ষেত্র
এ সময় শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’; ‘মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো’; ‘হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাসলীগ গেলি কই’; ‘এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’ - ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে আনন্দমিছিল করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।