Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪, ০৭:০২ এএম
Bangla Today News

বন্ধুদের সাথে যমুনা নদীতে গোসল করতে নেমে সিরাজগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর জিহাদ নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (২৬ অক্টোবর) সকালে যমুনা নদীর ক্রসবার-৩ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

জিহাদ (১৫) পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার জুয়েলের ছেলে এবং সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

 

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে যমুনা নদীর ক্রসবার-৩ এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।

 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান রনি বলেন, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে গোসলে নেমেছিল জিহাদ। গোসলের এক পর্যায়ে নদীর স্রোতে ভেসে যায় সে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। পরবর্তীতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়।

 

 

তিনি আরো বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও কোনো সন্ধান মেলেনি। শনিবার সকালে ফের উদ্ধার অভিযানে শুরু করে ডুবুরি দল। সকাল সাড়ে ৯টার দিকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি


 








 

Leave a comment