বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগিবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
কুমিল্লায় বালিকা বিদ্যালয়ের ভর্তির লটারিতে ছেলে, যা বললেন প্রধান শিক্ষিকা
65 TRAINED STUDENTS ASSIST TRAFFIC POLICE ON DHAKA'S STREETS, EARNING UP TO 500 TK PER SHIFT
র্যাব জানিয়েছে, সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তবে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি।